Rakhi Purnima : পরশু তো রাখি, আজই পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা

বাংলা নিউজ > টুকিটাকি > Rakhi Purnima Wishes: পরশু তো রাখি, আজই পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা

২ মিনিটে পড়ুন .Updated: 28 Aug 2023, 12:47 PM IST

রাখির শুভেচ্ছাবার্তা পাঠান আজই।
রাখির শুভেচ্ছাবার্তা পাঠান আজই।

পরশুই তো রাখি। রাখির দিনে কি আপনার ভাই বা বোনের সঙ্গে দেখা হবে না? তাহলে ওঁকে পাঠিয়ে দিতে পারেন শুভেচ্ছাবার্তা।

  • রাখির সুন্দর দিনটি ছোটবেলার সেই সব দিনের কথা মনে করিয়ে দেয়, যখন আমরা দারুণ আনন্দে ছিলাম। আমরা ঝগড়া করেছি এবং সেই সব নিজেরাই মিটিয়ে নিয়েছি। সেই সুন্দর দিনগুলি আর ফিরে আসবে না। কিন্তু সব সময় আমার মনে থেকে যাবে।আজ এই সুন্দর দিনটিতে তোকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ রাখিপূর্ণিমা ২০২৩।

(আরও পড়ুন: রাখি পরানোর শুভ মুহূর্ত কোনটি? পূর্ণিমা কখন থেকে পড়ছে! জানুন তিথি, সময়কাল)

  • বোন মানে শুধু বোন নয়, একই সঙ্গে সবেচেয়ে কাছের বন্ধুও। এটা যে কোনও দাদা বা দিদিই জানে। বোনের সঙ্গে সেই সম্পর্ক উদ্‌যাপনের দিনই হল রাখি। এই দিনটি তাই তোকে দিলাম। প্রিয় বোনকে দিলাম। শুভ রাখিপূর্ণিমা।
  • আমি সারা বছর ধরে অপেক্ষা করি যে এই দিনটায় আমাদের দেখা হবে। কিন্তু এ বছরও হল না। তাই দূর থেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তুমি খুব ভালো থেকো। শুভ রাখি পূর্ণিমা ২০২৩।
  • রাখিপূর্ণিমার দিনটি আমার কাছে শুধুমাত্র একটা উৎসবের দিন নয়। এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ প্রতিটি ভাইয়ের কাছেই তার বোন অত্যন্ত দামি। আর সেই দামি সম্পর্কটি আজ উদযাপন করার একদম সঠিক দিন। আমি দূরে থাকলেও তাই আজকের দিনটি আমার কাছে স্পেশাল। আশা করি, আগামী বছর ঠিক দেখা হবে। এই দিনে। রাখিপূর্ণিমায়।

(আরও পড়ুন: ভদ্রার ভ্রুকুটিতে এবারের রাখিপূর্ণিমা, কোন শুভ সময়ে তাই রাখি বাঁধবেন)

  • রাখি উৎসব মানে, ভাইয়ের হাতে বোনের রাখি বেঁধে দেওয়া নয়। এটি ভাই-বোনের আত্মার বন্ধনকেও দৃঢ় করে। দু’টি মানুষ, যারা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, তাদের সম্পর্ক যে গভীর থেকে গভীরতর হয়েছে, তা প্রমাণ করে দেয় এই দিনটি। তাই রাখি আমার কাছে সম্পর্ক গাঢ় হওয়ার দিন, ভাই-বোনের আত্মিক বন্ধনের দিন। শুভ রাখিপূর্ণিমা। ভালো থেকো।
  • মিষ্টি বোন আমার, তুই ভালো থাক। আমি কামনা করি আমাদের বন্ধন দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠুক। সুখে-দুঃখে আমরা যেন পরস্পরের কাছে থাকতে পারি। শুভে রাখি পূর্ণিমা।

(আরও পড়ুন: আসছে রাখী পূর্ণিমা, এই দিন ভুলেও করবেন না এই কাজগুলি, পড়তে পারে অশুভ প্রভাব)

  • ছোট থেকেই আমরা একসঙ্গে হেসেছি, একসঙ্গে কেঁদেছি, একসঙ্গে খেলেছি, আবার ঝগড়াও করেছি। সুখ-দুঃখের মুহূর্তগুলি ভাগাভাগি করেই বড় হয়েছি। আর সেটাই আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। সেই সব সুন্দর স্মৃতি নিয়েই থাক আজকের দিনটা। শুভ রাখিপূর্ণিমা। ভালো থাকিস।
  • জীবনে বহু ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু কখনও হেরে যাইনি। কারণ তুই পাশে ছিলি। এখনও আছিস। হয়তো রোজ দেখা হয় না। কিন্তু এই দিনটি এলেই বেশ টের পাই, তুই খুব কাছে আছিস। ছোট্ট বোন আমার, তোকে রাখিপূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।

বন্ধ করুন

উদ্ধারকাজ চলেছে দত্তপুকুরে।

দত্তপুকুর বিস্ফোরণে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা, কোথায় গিয়ে থামবে সেটি?‌

 Updated: 28 Aug 2023, 01:07 PM IST

কেরামত আলির ‘বাজি’র ব্যবসায় ‘অংশীদারিত্ব’ ছিল শফিকের। বাজি কারখানার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কেরামতও। বেআইনি বাজিই তৈরি হতো এই কারখানায়। শ্রমিকদের কোনও প্রশিক্ষণ ছিল না বলেই রাসায়নিক কাঁচামাল থেকেই বিস্ফোরণ ঘটেছে। অবৈধ ‘বাজি’ কারখানায় বিস্ফোরণ হতেই লাশের পাহান দেখতে পাওয়া যায়।

ইমরানের বিরুদ্ধে চলা এক খুনের মামলা বরখাস্ত করল পাক কোর্ট। পাকিস্তানের একটি কোর্টে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে চলছিল খুনের মামলা। সেই মামলাতেই পাকিস্তানের একটি কোর্ট এই রায় দিয়েছে।। এদিকে, সাইফার মামলায় ইমরানের তরফে এসেছে বড়সড় স্বীকারোক্তি। ।(AP Photo/K.M. Chaudhry) (AP)

ইমরান খানের বিরুদ্ধে খুনের মামলা বরখাস্ত

Updated: 28 Aug 2023, 12:43 PM IST

আপাতত পাকিস্তানে তোশাখানা মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি ইমরান খান। তাঁকে দফায় দফায় জেরা করে চলেছেন গোয়েন্দারা।

নীরজের সোনা জয়ের পর সেলিব্রেশনে পরিবারের সদস্যরা।
সামনেই এশিয়া কাপ, তারপর আসছে বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টে জয়ের জন্য ঝাঁপাবে ভারতীয় দল। তারকাখচিত দল এই মুহূর্তে বেঙ্গালুরুর আলুরে অনুশীলন করছে। তবে একনজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলিয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন। সেই গাভাসকর, আজহার, সিধুর যুগ থেকে সচিন হয়ে আজকের কোহলি-রোহিত, ভারতীয় ব্যাটাররাই মূলত এশিয়া কাপ ও আইসিসি বিশ্বকাপে ম্যাচের সেরার শিরোপা পেয়েছেন। 

বড় টুর্নামেন্ট মানেই ম্যান অফ দ্য ম্যাচ কোহলি, সেরার তালিকায় আছেন সৌরভও

Updated: 28 Aug 2023, 01:10 PM IST

ভারতের ব্যাটাররা এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে লাগাতার ভালো খেলেছেন। সেরা নয়জন প্লেয়ারের তালিকা দেখুন এখানে

অভিষেক বন্দ্যোপাধ্যায়-মমতা বন্দ্যোপাধ্যায়

‘‌আমরা একসঙ্গে কাজ করব’‌, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে টুইটে মমতা অভিষেক

২ মিনিটে পড়ুন Updated: 28 Aug 2023, 11:54 AM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় কোনও দোষীকে ছাড়া হবে না বলে আগেই স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা উল্লেখ করে বার্তা তিনি দিতে পারেন বলে মনে করা হচ্ছে। হেল্পলাইন নম্বর প্রদর্শন করা হচ্ছে।

তৃতীয়বারের জন্য পিছিয়ে দেওয়া হল জাপানের চন্দ্রযানের উৎক্ষেপণ। সোমবার সকালে যখন উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়, তখন নির্ধারিত সময়ের ৩০ মিনিটও বাকি ছিল না। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কোনওরকম ঝুঁকি না নিয়ে চন্দ্রযানের উৎক্ষেপণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাপান। অপারেটর মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তরফে জানানো হয়েছে যে জোরে হাওয়া দেওয়ার জন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবি সৌজন্যে রয়টার্স)

জোরে হাওয়া, তৃতীয়বার পিছোল জাপানের চন্দ্রযানের লঞ্চ, ভারতকে ছুঁতে পারছে না এখনই

Updated: 28 Aug 2023, 11:24 AM IST

Japan’s moon mission: জোরে হাওয়া দিচ্ছিল। সেজন্য তৃতীয়বার পিছিয়ে গেল জাপানের চন্দ্রযানের উৎক্ষেপণ। জাপানের তরফে জানানো হয়েছে, উৎক্ষেপণের প্রায় কাছাকাছি সময় সেই সিদ্ধান্ত নিতে হয়। যে চন্দ্রযানের উৎক্ষেপণ আগেও দু’বার পিছিয়ে গিয়েছে।

কবে ‘জাওয়ান’ আসবে বাংলাদেশের হলে?

নয়া বিল আনতে চলেছে রাজ্য সরকার, পাখির চোখ পশ্চিমবঙ্গে শিল্পের উন্নতি

(HT)

কেরিয়ারের শুরুটা হয়েছিল দেবের বিপরীতেই ২০১৭ সালে চ্যাম্প ছবি দিয়ে। ২০১৯ পর্যন্ত টানা দেবের সঙ্গেই কাজ করেছেন ককপিট, কবীর, কিডন্যাপ, পাসওয়ার্ডের মতো ছবিতে। এরপর তিনি আবীরের নায়িকা সুইটজারল্যান্ডে। সেখান থেকে সোজা বলিউড। বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে কাজ করে নেন সনক সিনেমায়। (ছবি সৌজন্যে- টুইটার)

সত্যবতী থেকে বিনোদিনী, টলিউড রুক্মিণীর! কাদের মতো হওয়ার ‘স্বপ্ন’ দেব-বান্ধবীর

Updated: 28 Aug 2023, 10:37 AM IST

একের পর এক ছক ভাঙা চরিত্রে কাজের সুযোগ আসছে রুক্মিণী মৈত্রের কাছে। তবুও কাঁদের মতো হওয়ার শখ জাগল তাঁর মনে?

সিভি আনন্দ বোস-সৌগত রায়

‘‌উজবুক রাজ্যপাল সব উপাচার্য পাল্টে দিচ্ছেন’‌, কড়া ভাষায় বিঁধলেন সাংসদ সৌগত

২ মিনিটে পড়ুন Updated: 28 Aug 2023, 10:32 AM IST

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত এখন চরমে উঠেছে। সংঘাত বেড়ে যায় রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের পর থেকে। বিবৃতি জারি করে রাজভবন। তখন ট্যুইটে আচার্যের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে বেআইনি বলে আক্রমণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

প্রথমসারির প্রযুক্তি কোম্পানিগুলির সিইও অধিকাংশই ভারতীয় রক্ত, প্রশংসায় ইলন মাস্ক

(REUTERS)

আরশাদের সঙ্গে নীরজ। ছবি-এএফপি

(AFP)

গত সপ্তাহের সোমবার ২২ ক্যারাট সোনার (১০ গ্রাম) দাম ছিল ৫৪, ১৫০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার (১০ গ্রাম) দাম ৫৯,০৭০ টাকা ছিল। অর্থাৎ গত সপ্তাহের থেকে ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে। এক সপ্তাহে ২২ ক্যারাট সোনার (১০ গ্রাম) দাম বেড়েছে ৩০০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার (১০ গ্রাম) দাম ৩৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে বিজয় বাটে/হিন্দুস্তান টাইমস)

রাখির আগে কমল সোনার দাম! আজ কলকাতায় দর কত? রুপো কিনতে খরচ কত হবে?

Updated: 28 Aug 2023, 11:59 AM IST

Gold and silver prices in Kolkata: রাখি পূর্ণিমার আগে সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার বাজারে কমল সোনার দাম। তবে আজ রুপোর দামের কোনও হেরফের হয়নি। সোমবার কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম কত পড়ছে? তা দেখে নিন।

রবিবার ২৭ অগস্ট মিস ডিভা ইউনিভার্স ২০২৩ -এর খেতাব জয় করলেন চণ্ডীগড়ের শ্বেতা সারদা। মুম্বইয়ে অনুষ্ঠিত হল এই তারকাখচিত অনুষ্ঠানটি। সেখানেই সবার সামনে শ্বেতার মাথায় সেরার মুকুট পরিয়ে দেওয়া হয়। আগামী ৭২ তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শ্বেতা। এদিন দিল্লির সোনাল কুকরেজা মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩ -এর খেতাব পান। আর রানার আপের মুকুট জেতেন কর্ণাটকের তৃষা শেট্টি। কিন্তু কে এই শ্বেতা? কী বা তাঁর পরিচয়? 

রিয়েলিটি শো থেকে সোজা মিস ডিভা ইউনিভার্স ২০২৩-এর মুকুট জয়! কে এই শ্বেতা?

Updated: 28 Aug 2023, 12:17 PM IST

Miss Diva Universe 2023: রবিবার, ২৭ অগস্ট মিস ডিভা ইউনিভার্স ২০২৩ -এর খেতাব জিতলেন চণ্ডীগড়ের শ্বেতা সারদা। তিনি কে, কী করেন জেনে নিন সব এখনই।

ফের নতুন রেকর্ড বার্বির!
দত্তপুকুর বোমা বিস্ফোরণ

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে প্রথম গ্রেফতার করল পুলিশ, কেমন করে চলত অবৈধ কারবার?‌

২ মিনিটে পড়ুন Updated: 28 Aug 2023, 08:16 AM IST

তিনটি কাটা হাত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিয়ে যান বারাসত হাসপাতালে। আরও তিনজন মারা গিয়েছেন বলে দাবি করেন তাঁরা। যদিও হাসপাতাল সূত্রে খবর, যে সাতজন মারা গিয়েছেন এগুলি তাদেরই হাত। ২৮৬, ৩০৪, ৩০৮, ৩৪, বিস্ফোরক আইনের ৯ (‌বি)‌ ধারা এবং দমকল আইনের ২৪/২৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

পারুল চৌধুরী ও ভারতের রিলে দল। (ছবি সৌজন্যে এএফপি ও রয়টার্স)
ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে লাল কার্ড দেখাচ্ছেন আম্পায়ার। ছবি- সিপিএল।

নীরজের সঙ্গে পাকিস্তানের আরশাদ। ছবি-এপি

(AP)

মৃতদেহের প্রতীকী ছবি।

ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীর রহস্যমৃত্যু, নেপথ্যে কোন ঘটনা উঠে আসছে?‌

২ মিনিটে পড়ুন Updated: 28 Aug 2023, 09:47 AM IST

যেখানে সন্ন্যাসীরা হতাশ হওয়া মানুষজনকে পথের দিশা দেন সেখানে একজন সন্ন্যাসী নিজেই অবসাদে ভুগছিলেন এটা নিয়ে দ্বিমত অনেকেই। তাহলে নেপথ্যে কি অন্য কিছু আছে?‌ উঠছে প্রশ্ন। কেন অবসাদে ভুগছিলেন ওই সন্ন্যাসী?‌ এটাও জানতে চাইছেন অনেকে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ।