দুর্গাপুজো আসতে দেরি, তার আগেই দেবীরূপে আবির্ভূত হলেন দেবচন্দ্রিমা-শ্রীতমা

 ‘রূপাং দেহি’, দুর্গাপুজো আসতে এখনও দেরি, তার আগেই দেবীরূপে আবির্ভূত হলেন দেবচন্দ্রিমা-শ্রীতমা

 পুজোর আগেই পুজোর আমেজে দেবচন্দ্রিমা এবং শ্রীতমা। ধরা দিলেন দেবী রূপে। তাঁর ছবি, ভিডিয়ো যেন আভাস দিচ্ছে পুজোর এর বেশি দেরি নেই।

 

1/5দুর্গা পুজো আসতে এখনও বেশ খানিকটা দেরি, তবে এখনই শরতের আমেজে ভাসছেন একাধিক টলি অভিনেত্রীরা। দুর্গার বেশে ধরাও দিলেন কেউ কেউ। শ্রীতমা মিত্রকে দেখা গেল মহিষাসুরমর্দিনীর সঙ্গে রিলস বানাতে, অন্যদিকে দেবীমূর্তির সামনে ধরা দিলেন দেবচন্দ্রিমা।
2/5দেবচন্দ্রিমা এদিন একাধিক ছবি শেয়ার করেন তাঁর প্রি-পুজো শুটের। অভিনেত্রীকে এখানে সাদা লাল পাড় শাড়ি দেখা যায়। সঙ্গে সোনা-রুপোর গয়না। খোলা চুল, সিঁদুর টিপে তিনিই যেন দেবীর প্রতিবিম্ব। 
3/5সিরিয়ালের থেকে একদমই অন্যরকম ভাবে ধরা দিলেন তিনি তাঁর এই নতুন শুটে। কেবল একটি লাভ ইমোজি দিয়ে এই ফটো শেয়ার করেন তিনি। তাঁর ভক্তরা ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছেন তাঁর এই পোস্ট। 
4/5অন্যদিকে শ্রীতমা একটু অন্য ভাবে তাঁর রিলসের উপস্থাপনা করেন। বাঙালির কাছে মহিষাসুরমর্দিনী আর মহালয়া মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আর দুটো আসার অর্থই হল দুর্গাপুজো এসে গিয়েছে। সেই ভাবনাকে মাথায় রেখেই তিনি মহিষাসুরমর্দিনীর একটা অংশের সঙ্গে এই রিল বানান। 
5/5তাঁর ভিডিয়োতে দেখা যায় এক ব্যক্তি বসে চণ্ডীপাঠ করছেন। তিনি কখনও সাধারণ নারী রূপে তাঁর পাশে বসে, কখনও আবার দেবী দুর্গা রূপে। ফলে সবটা মিলিয়ে এটুকু স্পষ্ট যে সাধারণ মানুষ থেকে সেলেবরা সকলেই অধীর আগ্রহে দুর্গাপুজোর দিন গুনছে।